ওয়েবসাইটে কিভাবে ওয়েবসাইট অটো রিফ্রেশ কিভাবে যুক্ত করা যায় ?
ওয়েবসাইটে অটো রিফ্রেশ (Auto refresh) অ্যাড করলে ওয়েবসাইট একটি নির্দিষ্ট সময় পর পর অটো রিফ্রেশ হবে । এই কাজটি ওয়েবসাইট নিজে থেকেই করে থাকে । এর একটি বিশেষ সুবিধা হলো ওয়েবসাইটে নতুন কিছু আপলোড করা হলে সেটি নির্দিষ্ট সময় পর অটো রিফ্রেশ হয়ে ওয়েবসাইটের পাতায় চলে আসবে । সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কেউ যদি ওয়েবসাইটের একটি পোস্ট পড়তে থাকে তবে সেখানে নির্দিষ্ট সময় পর অটো রিফ্রেশ হয়ে ঐ পাতার ভিউ বাড়িয়ে দিবে । তাই বলা যায় এটি ওয়েবসাইটের একটি গুরুত্বপূর্ণ সেটিং । একটি জিনিস সবসময় মনে রাখতে হবে ঘনঘন অটো রিফ্রেশ হলে ওয়েবসাইটে আসা ইউজার চলে যেতে পারে ।
অটো রিফ্রেশ হওয়ার বিভিন্ন সময়ে বিভিন্ন কোড :
এইসটিএমএল কোড(Html code) :
0 Comments